আঞ্চলিক-কার্যালয়,-সিলেট
Wellcome to National Portal

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার


Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ডিসেম্বর ২০২০

মোঃ সোহরাব হোসাইন

মোঃ সোহরাব হোসাইন ২১ সেপ্টেম্বর ২০২০ তারিখ বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করেন । চেয়ারম্যান পদে যোগদানের পূর্বে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে সিভিল সার্ভিসে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন শেষ করেছেন । তিনি এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং বি.সি.এস. প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা ছিলেন ।

 

জনাব সোহরাব কর্মজীবনের সততা ও নিষ্ঠার জন্যে বাংলাদেশ সিভিল সার্ভিসের এক সুপরিচিত ব্যক্তিত্ব । তিনি ১৯৮৬ সালে সহকারী কমিশনার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। তাঁর উজ্জ্বল ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন অঞ্চলের মাঠ প্রশাসন এবং মন্ত্রণালয় / বিভাগের অনেক গুরুত্বপূর্ণ পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন । তিনি জাতিসংঘের United Nations Educational Scientific and Cultural Organization (UNESCO)-এ বাংলাদেশের প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন । তিনি বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন-এর মহাসচিব এর দায়িত্ব পালন করেছেন । তিনি Islamic World Educational, Scientific and Cultural Organization (ICESCO) এর নির্বাহী পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন । এ ছাড়াও তিনি দেশি-বিদেশি বহু সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন ও আছেন । তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য । তিনি সিভিল সার্ভিসে কর্মরত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ।

 

জনাব সোহরাব ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন । ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত । তিনি ছাত্রাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ও নাট্যচক্রের সদস্য ছিলেন ।

 

জনাব সোহরাব বাংলাদেশের বিভিন্ন সিভিল সার্ভিস প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষক ও রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করে থাকেন । পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বিশ্বের পঁয়ত্রিশটিরও অধিক দেশ সফর করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সভা, সেমিনার ও ফোরামে দেশের প্রতিনিধিত্ব করেছেন ।

 

জনাব মোঃ সোহরাব হোসাইন ১৯৬১ সালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তাঁর পিতা মরহুম মোঃ হাবিব উল্লাহ এবং মাতা মরহুমা রহিমা খাতুন । তাঁর সহধর্মিণী মাহমুদা ইয়াসমিন পিএইচ.ডি. বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক । একমাত্র সন্তান কন্যা সামারা হোসাইন (আরিয়া) ।

 

প্রশিক্ষণ

স্থানীয় প্রশিক্ষণ:

কোর্সের শিরোনাম

প্রতিষ্ঠান

বি.এম.এ. ট্রেইনিং

বি.এম.এ., ভাটিয়ারি, চট্টগ্রাম

ল’ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কোর্স

বি.সি.এস. প্রশাসন একাডেমি

৭ম স্পেশাল ফাউন্ডেশন কোর্স

বি.পি.এ.টি.সি., সাভার

ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট

পি.এ.সি.সি., জনপ্রশাসন মন্ত্রণালয়

মাইক্রো কম্পিউটিং অ্যাপ্লিকেশনস ইন অ্যাডমিন

বিয়াম ফাউন্ডেশন

৬০তম এ.সি.এ.ডি. কোর্স

বি.পি.এ.টি.সি., সাভার

ই-ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম

পি.এ.সি.সি., জনপ্রশাসন মন্ত্রণালয়

বৈদেশিক প্রশিক্ষণ:

কোর্সের শিরোনাম

দেশ

গ্রুপ ট্রেনিং প্রোগ্রাম অন টেক্সটবুক ডেভেলপমেন্ট

নেদারল্যান্ড

পেডাগোজি অ্যান্ড ইনস্ট্রাকশনাল ম্যানেজমেন্ট অব প্রাইমারি টিচার

ফিলিপাইন

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইন প্রাইমারি স্কুল

অস্ট্রেলিয়া, শ্রীলংকা

ট্রেনিং অন একাডেমি সুপারভিশন টেকনিক ফর টিচারস ট্রেইনার্স

মালয়েশিয়া, ফিলিপাইন

ফাইনানশিয়াল ওপেনিং অ্যান্ড ফাইনানশিয়াল রিস্ক ম্যানেজমেন্ট

চীন 

অ্যাডভান্সড কোর্স অন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এ.সি.এ.ডি.)

দক্ষিণ কোরিয়া

এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনসালটেশন অন ইউনিভার্সাল 

এক্সেস টু প্রিভেনশন ট্রিটমেন্ট অ্যান্ড সাপোর্ট

থাইল্যান্ড

কালচার অব পিস

ইউ.এস.এ.

গভর্ণমেন্ট হিউমেন রিসোর্স ম্যানেজমেন্ট ফর সিনিয়র অফিসিয়ালস

জাপান

মেম্বার অফ দ্যা ফ্যাক্ট ফাইন্ডিং অব বাংলাদেশ

ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া,

মেক্সিকো, জ্যামাইকা, পানামা

স্ট্রেন্দেনিং গভর্ণমেন্ট থ্রু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব দ্যা

বি.সি.এস. ক্যাডার অফিসিয়াল

অস্ট্রেলিয়া

এডুকেশন প্রোজেক্ট প্লানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন

ইতালি, স্পেন, ইংল্যান্ড

 

সেমিনার এবং ওয়ার্কসপের নাম ও প্রতিষ্ঠান

সেমিনার এবং ওয়ার্কসপের নাম

প্রতিষ্ঠান / দেশ

কালচার অব পিস

জাতিসংঘের সদর দপ্তর, যুক্তরাষ্ট্র

 

 

যে সব প্রতিষ্ঠান ও সংগঠনে দায়িত্ব পালন করেছেন :

 

  • বাংলাদেশের প্রতিনিধি-ইউনেস্কো;
  • মহাসচিব, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন;
  • সদস্য নির্বাহী পর্ষদ, আইসেস্কো;
  • সদস্য, বোর্ড অব গভর্নরস, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আই.ইউ.টি);
  • চেয়ারম্যান, ন্যাশনাল কারিকুলাম কো-অর্ডিনেশন কমিটি;
  • সদস্য, বোর্ড অব গভর্নরস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি;
  • সদস্য, বোর্ড অব গভর্নরস, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ;
  • সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়;
  • সিন্ডিকেট সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়;
  • সিন্ডিকেট সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়;
  • সদস্য, বোর্ড অব গভর্নরস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
  • সিন্ডিকেট সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়;
  • সদস্য, ট্রাস্টি বোর্ড, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম;
  • সদস্য, বোর্ড অব ডাইরেক্টর্স, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ;
  • সদস্য, বোর্ড অব ডাইরেক্টর্স, ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ;
  • সদস্য, ট্রাস্টি বোর্ড, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান;
  • চেয়ারম্যান, বাংলাদেশ ক্যাডেট কোর (বি.এন.সি.সি.);
  • চেয়ারম্যান, বোর্ড অব গভর্নরস, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা;
  • চেয়ারম্যান, বোর্ড অব গভর্নরস, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা;
  • চেয়ারম্যান, বোর্ড অব গভর্নরস, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা;
  • চেয়ারম্যান, বোর্ড অব গভর্নরস, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা;
  • চেয়ারম্যান, বোর্ড অব গভর্নরস, রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা;
  • চেয়ারম্যান, বোর্ড অব গভর্নরস, শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা;
  • চেয়ারম্যান, বোর্ড অব গভর্নরস, খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খুলনা;
  • চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট;
  • চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড, বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড;
  • সদস্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ;
  • সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস;
  • আজীবন সদস্য, বাংলা একাডেমি, বাংলাদেশ;
  • সহ-সভাপতি, অফিসার্স ক্লাব, ঢাকা;
  • সদস্য, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) এসোসিয়েশন;
  • সদস্য, অফিসার্স ক্লাব, ঢাকা;
  • সদস্য, উত্তরা অফিসার্স ক্লাব, ঢাকা;
  • সভাপতি, বি.সি.এস. ৮৪ ফোরাম;
  • আজীবন সদস্য, বি.সি.এস. ৮৪ ফোরাম।