আঞ্চলিক-কার্যালয়,-বরিশাল
Wellcome to National Portal

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার


Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st মার্চ ২০১৭

মহামান্য রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) এর বার্ষিক রিপোর্ট পেশ


প্রকাশন তারিখ : 2017-03-01

গত ২৮ ফেব্রুয়ারি ২০১৭ বিকেল ৩.৩০ টায় মহামান্য  রাষ্ট্রপতির নিকট বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিনিধিদলে কমিশনের সদস্যবৃন্দ ও কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা রিপোর্ট এর বিভিন্ন দিকসহ পিএসসি’র সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক রাষ্ট্রপতিকে জানান, আগামী বছর থেকে বাংলার পাশাপাশি ইংরেজিতে বিসিএস পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। রাষ্ট্রপতি যোগ্য ও মেধাবীরা যাতে নিয়োগ পায়, তা নিশ্চিত করতে পরীক্ষার উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করার জন্য পিএসসিকে আহ্বান জানান। পাশাপাশি পিএসসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শও দেন রাষ্ট্রপতি।