কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১ মার্চ, ২০১৭ এ ০৫:২২ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০১-০৩-২০১৭ আর্কাইভ তারিখ: ২৯-০৩-২০১৭
গত ২৮ ফেব্রুয়ারি ২০১৭ বিকেল ৩.৩০ টায় মহামান্য রাষ্ট্রপতির নিকট বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিনিধিদলে কমিশনের সদস্যবৃন্দ ও কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা রিপোর্ট এর বিভিন্ন দিকসহ পিএসসি’র সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক রাষ্ট্রপতিকে জানান, আগামী বছর থেকে বাংলার পাশাপাশি ইংরেজিতে বিসিএস পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। রাষ্ট্রপতি যোগ্য ও মেধাবীরা যাতে নিয়োগ পায়, তা নিশ্চিত করতে পরীক্ষার উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করার জন্য পিএসসিকে আহ্বান জানান। পাশাপাশি পিএসসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শও দেন রাষ্ট্রপতি।